বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০

জবাব কে দিবে, খোদা

হাসান মাহাদি
জবাব কে দিবে, খোদা

ক্ষুধার তাড়নায় যেই মেয়েটা নিজেকে বিক্রি করল

সমাজ-সংসার তাকে বর্জন করল পতিতা বলে

ধর্ম বলল তারে ব্যভিচারিনি

যেই লোকটা ছিনতাই করল

আদম মেরে মহাপাপী হলো

ঋণের বোঝা মাথায় নিয়ে যে পাপীটা আত্মঘাতী হলো

সভ্য জগতের অসভ্য প্রাণীরা

যারা জানেই না সভ্যতা কী

যেমন সদরঘাটের ড্যাণ্ডিখোর পথশিশু

কিয়ামতে তাদের হয়ে জবাব কে দিবে, খোদা?

পুঁজিবাদ বলেছে ব্যক্তিস্বাধীনতা

রাষ্ট্র তাই বলে ক্ষুধা তোর

ক্ষুধা নিবারণে অনধিকার চার্চা আমি করব না

অথচ স্বাধীনতা দিবসে রাস্তার মোড়ে বাজানো মাইকের সাথে

কিংবা স্কুলের মর্নিং পিটিতে

এই পাপীদের কেউ না কেউ

অনন্ত ঠোঁট মিলিয়ে ছিলো

‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়