বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০

প্রিয় মোহাম্মদ

শহিদুল ইসলাম খোকন
প্রিয় মোহাম্মদ

দেখলাম না যাকে নয়নে

দেখতে চায় মন ক্ষণে ক্ষণে

দেখার অপেক্ষায় সর্বধা থাকি

থাকতে প্রাণপাখী স্বপ্নে হলেও যাতে দেখি।

আমার জন্য কেঁদেছো তুমি

জড়ায়েছো কত রক্ত

আমিতো কাঁদি না তেমন

হতে পারি নাই তেমন ভক্ত।

পাথরের আঘাত সহ্য করেছো

দন্ত করেছো বিলীন

তোমার কথা মানি না আমি

শোধবো কীভাবে ঋণ।

আমি যখন আসামি হবো

তুমি থাকবে উকিল

নিসন্দেহ জামিন পাবো

থাকবে না আর মুশকিল।

এতো ভালোবাসার পরও তোমায়

করিনা মোহাব্বত

মাফ করে দিও মোরে

হে প্রিয় মোহাম্মদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়