বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০

একমুঠো স্বপ্ন

কনক কুমার প্রামানিক
একমুঠো স্বপ্ন

একমুঠো স্বপ্ন এনেছি

তোমায় দেব বলে,

কল্পনার রঙ মিশিয়ে তাতে

সুখ ভরাবো আঁচলে।

নির্জন নিশীথ তারায় ভরা

থাকবো দু'জন জেগে,

গল্প কথায় মশগুল হবো

মোদের প্রণয় দূর্গে।

ঘুম ভেঙে উঠবো জেগে

রঙিন স্বপ্ন দেখে,

সুখ সাগরে ভাসবো দু'জন

খুশির রঙ মেখে।

সুখের স্বপ্ন এনে দেব

মন রাঙাতে তোমার,

কল্পরাজ্যের রাজকন্যা

স্বপ্নে বারংবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়