শুক্রবার, ০৯ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

গরিবের গরম

বিজন বেপারী
গরিবের গরম

পথের কুকুর খুঁজছে পুকুর

খুঁজছে একটু জল

শহরের কাক অতিষ্ঠ সে

কোথায় পানির কল?

ঘামছে মজুর দিন ভিখারি

ঘামছে কুলি চাষী

ঘরের মধ্যে বিরতিহীন

ব্যস্ত গৃহ দাসী।

রাস্তার পিচে ধান পড়িলে

ফুটে ওঠে খই

এমন দিনে ওদের বোঝে

তেমন মানুষ কই?

ইতর প্রাণী গরীব দুখী

তাঁরাই মরে আজ

পেটটা তাঁদের ক্যামনে চলে

না করিলে কাজ?

বাসায় ওঁদের এসি ফ্রীজের

নেইতো আরাম মোটে

টিনের ঘরে থাকাই দায়

গরমের ভাই চোটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়