বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২০:০১

চাঁদপুরসহ বিএনপির মনোনয়নপ্রাপ্ত ৭ জনকে রাশেদ চৌধুরীর শুভেচ্ছা ও অভিনন্দন

অনলাইন ডেস্ক
চাঁদপুরসহ বিএনপির মনোনয়নপ্রাপ্ত ৭ জনকে রাশেদ চৌধুরীর শুভেচ্ছা ও অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে সোমবার বিএনপি চাঁদপুর জেলার পাঁচটি আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিএনপির মনোনয়নপ্রাপ্ত চাঁদপুরের ৫ জনসহ কুমিল্লার মনিরুল হক চৌধুরী, ঝিনাইদহের মেহেদী হাসানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা ও চাঁদপুর জেলা বিএনপি নেতা রাশেদ আহমেদ চৌধুরী।

তিনি বলেন, ধানের শীষের প্রার্থী হিসেবে

চাঁদপুর-১ (কচুয়া) আসনে আ ন ম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) আসনে ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে লায়ন হারুন অর রশিদ ও চাঁদপুর-৫ (হাজিগঞ্জ-শাহরাস্তি) আসনে ইঞ্জি. মমিনুল হককে মনোনীত করায় পরম করুণাময় আল্লাহতায়ালার প্রতি অশেষ শোকরিয়া এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দলের মহাসচিবসহ বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে কুমিল্লা-৬ আসনে বর্ষীয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী ও ঝিনাইদহ-৩ থেকে চাঁদপুর ফরিদগঞ্জের সাবেক চারবারের এমপি মরহুম আলমগীর হায়দার খানের বড়ো মেয়ের জামাতা মেহেদী হাসান বিএনপির ধানের শীষের মনোনয়ন পাওয়ায় তাঁদেরকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাশেদ চৌধুরী। সকলের সফলতা কামনা করে বলেন,

ইনশাআল্লাহ, ধানের শীষের জয় হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়