বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:৪৮

আপনজনের মঙ্গলার্থে কুমিল্লায় মহেশাঙ্গনে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন ব্রত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা
আপনজনের মঙ্গলার্থে কুমিল্লায় মহেশাঙ্গনে রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন ব্রত

প্রাণঘাতী রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে এবং আপনজনের মঙ্গলার্থে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) কুমিল্লা মহেশাঙ্গনে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রী শ্রী লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। বলা হয়ে থাকে, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে বারদী আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। তারই ধারাবাহিকতায় কুমিল্লা মহেশাঙ্গনে প্রতিবছর ঘটা করে এ উৎসব পালিত হয়। দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত ও পুণ্যার্থী মহেশাঙ্গনে জড়ো হন এবং প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে প্রার্থনায় অংশ নেন। পুরো মহেশাঙ্গন প্রাঙ্গণ আলো আর ধূপের ধোঁয়ায় ভরে যায়। আলো, অন্ধকার ও ধূপের ধোঁয়া মিলেমিশে ভিন্ন এক পরিবেশের সৃষ্টি হয়ে থাকে। এদিকে, মহেশাঙ্গন লোকনাথ যুব সেবা সংঘের সিনিয়র সদস্য অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন, আপনজনের মঙ্গলার্থে প্রতি বছর কার্তিক মাসের ১৫ তারিখের পর প্রতি শনি ও মঙ্গলবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন করে থাকে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা মহেশাঙ্গনে এ উৎসব পালিত হয়। ৪ঠা নভেম্বর মঙ্গলবার প্রথমদিন ৭৫০জন ব্রতী অংশ নেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়