বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   তীব্র গরম, দেশের সকল প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০

জল বন্ধু জলই শত্রু

ইয়াছিন দেওয়ান
জল বন্ধু জলই শত্রু

যে ভালোবাসিয়েছে একদিন,

তাকে ঘৃণা করতে পারেনি ধার্মিক কোনদিন।

পদ্মফুলের বন্ধনে যেতে,

কচুরী চেষ্টা করে অদম্য হতে।

সন্ত্রম, সামাজিকতা ঢেউয়ের প্রতিকূলে,

কচুরী হয়ে পড়ে স্থির সমুদ্রে কূলে।

ভিতরটা একদিন শক্তি সঞ্চয় করে মুঠে।

নিজেকে ধাক্কা দিয়ে অগ্রসরে নড়ে উঠে।

হঠাৎ ঢেউয়ের উপর আছড়ে পড়ে ঢেউ!

তকদীর বাঁকশক্তি চেপে ধরে

কচুরীও ঋণের মেয়াদ চলে আসে,

জলে জন্ম হয়ে অকৃতজ্ঞ হওয়া যায় না।

বেলা ফুরাবার আগে,

সময় ফুরিয়ে যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়