প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
ভারী মেঘ

মেঘের উপর মেঘ জমেছে, ছাদের উপর আলো,
রাখাল চাষীর দিন কেটে যায়, মাঠের ফসল ভালো।
যতই জমুক ভারী মেঘ, উত্তর-পশ্চিম কোণে,
নেই যে কোনো ভয় আজি, আনন্দ তাদের মনে।
চারদিকে শুভ্রসারি, বলাকারা উড়ে
ঝিকিমিকি করে ডানা,
ফিরছে আপন নীড়ে।
চল্রে ও ভাই চল্ এখনি,
হাঁকছে আকাশ ভারী
ওই যে দূরে ওই দেখা যায়,
মোদের গ্রামের বাড়ি।
শিশু-কিশোর যায় ছুটে যায়, আকাশ যে বেশ ভারী,
বজ্র মোদের ভয় দেখাচ্ছে, যেতে হবে জলদি,
মোদের ঘরে বাঁধছে মা যে, পায়েশ, পিঠা আর খিচুড়ি।
এমন দিনের আনন্দ মোরা, পাব যে আর কখন,
আফসোস আর আক্ষেপ করে, লাভ যে নাই আর এখন।








