রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০

খোয়াব
অনলাইন ডেস্ক

১.

কুয়াশাভরা শীতের রাতে পূর্ণিমার আলোয়

হাঁটতে আমার ভীষণ ভালো লাগে।

ডাকাতিয়ার তীর ধরে আকাঁবাঁকা মেঠোপথে

দুজন মিলে হাঁটবো তারাকে সঙ্গী করে।

২.

গভীর রাতে ঝিঁঝিপোকার ডাক

তার কেমন লাগবে জানি না!

আমার তো ভীষণ ভালো লাগে।

দুজন মিলে শুনবো। কোনো একরাতে।

৩.

রোজ

তার জন্যে ঝরা বকুল তুলে এনে মালা গাঁথবো।

তার খোঁপায় কাঠগোলাপ গুঁজে দিয়ে বলবো, এই সব তোমার গহনা।

৪.

ফেরিওয়ালা কাছ থেকে দশ টাকার আংটি কিনে এনে বলবো, এটি তোমার জন্যে ভালোবাসার উপহার। যদিও কমদামি।

সে মুচকি হেসে বলবে, ‘তোমার ভালোবাসার থেকে আর কি আছে দামি?’

৫.

তুমি আমার অধরা অছোঁয়া অপরিচিত রাণী

আমি জানি না তুমি কে?

কি-বা তোমার পরিচয়!

তুমি আছো আমার হৃদয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়