মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ মার্চ ২০২৩, ০০:০০

মাহে রমজান
অনলাইন ডেস্ক

রহমত নাজাত মাগফিরাতের

এ-ই মাহে রমজান,

সৃষ্টির তরেই খোদা তা’য়ালার

বড় এই অবদান।

একটি বর্ষ ঘুরে ফিরে আবার

এলো ফিরে রমজান,

রাখবো রোজা যে সবাইমিলে

বেশি করবো দান।

খাবো সেহেরি রাখবো রোজা

আল্লাহকে করবো খুশি,

রোজা রাখলে যে ভালোবেসে

সওয়াব দিবেন বেশি।

ছোট বড় সবেমিলে মসজিদে

পড়বো নামাজ তারাবি

পড়লে নামাজ মিলবে সবার

জান্নাতের ঐ চাবি।

রাখলে রোজা খোদা তায়ালা

গুনাহ্ করেন ক্ষমা,

অনেক বেশি সওয়াব তোমার

নেকি হবে জমা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়