বুধবার, ০৭ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ০০:০০

কামনার শরৎ

শেলী সেলিনা

কামনার শরৎ
অনলাইন ডেস্ক

শরৎ কে হামাগুড়ি দিয়ে অতিথি সমেত আসতে বলেছি!

সুবিচারের আশায় শরতের নামে নালিশ করেছে চাতক পাখির দল!

ওদের দরকার শ্রাবণের বৃষ্টি!

তাণ্ডব গ্রীষ্মকেও কেউ, কেউ আমন্ত্রণ জানিয়েছে মিষ্টি ফলের আস্বাদন নিতে!

সতেজ ভাষণে কানা বকবক্ষীরা বলেছে, বর্ষাকে আসতেই হবে, কোন অজুহাত না’কি চলবে না!

একঝাঁক উগ্রপ্রেমী উল্লাসে বলেছে, শীতের মিষ্টি উত্তাপ চাই!

শাণিত কয়েকজন কিশোর-কিশোরী ফুটন্ত পলাশের মতো হেসে বলেছে, হালকা একটু উত্তাপের হেমন্ত থাকুক না, তাতে কার কী!

প্রেমের জন্য যারা সংসারলোক থেকে জেগে উঠে, তারা বলেছে কাক্সিক্ষত বসন্তই আসুক, কিন্তু আমি নারী হওয়ার পর থেকেই বলছি, তুমি আর কামনার শিউলি নিয়ে শরৎ আসুক!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়