শনিবার, ০৩ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

একটুকু রোদ মেঘ

অনলাইন ডেস্ক
একটুকু রোদ মেঘ

বুঝতে পারি না একটি জীবনে

কতটুকু রোদ মেঘ

এমনই নির্বেদ খেয়ালের ছলে খাই ঘুরপাক,

তোমাকে বুঝি না যেন

আমার মগজ চুঁইয়ে নামে ঘুম, কতো স্বপ্ন

বহুদিন আমাকে খুঁজিতে গেছি দূর লোনা জলে

নরোম ব্যাকুল চোখ, নীল রোদে ভরেছে আকাশ

পরমতর ডাক যেন নিরালোক থেকে

সেইতো বিদুষী তুমি পদ স্পর্শে তৃণ যাও দলে।

ক্ষণজীবী মানুষের ইতিহাস প্রেম নীলাভতম দূর নক্ষত্রে

একাধিক মহাশূন্য ঘেঁটে কে পায় অনন্তের পথ!

আধ খোলা জানালার পাশে একটি চায়ের কাপে কতো যে আঁধার

হিম হিম লোভ অন্তরগত কতো ক্ষয়

অরণ্য বিলাসী মেঘ দেখে না দুঃখ কোনো, বোনে সুতা সে নিবিড় সবুজে,

মেহগিনি বনে ওড়ে নিপুণ তাঁতের শাড়ি

রঙধনু ছায়া এমোন নির্জনতা কেমন চুলের বিকাশে,

হাওয়া দোলা ঠোঁটে বাজে ধ্বনি কবিতার ঠাটে

ছুঁতে গেলে উবে যায় পিপাসার জল

তোমাকে বুঝি না তবু যে থাকে মেঘ রোদ ভেঙে কোন সুদূর আকাশে।

৭ জুন, ২০২৪, ঢাকা,২৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়