রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০

যখোন রৌদ্র যায় ঝরে
দেবদাস কর্মকার

কেমন রৌদ্র যায় ঝরে শীতের বিকেলে

কে উড়ায় সোনালি চিকন চুল আঙিনার কাছে

গাঢ় লাল নীল রঙা গামছা নিঙাড়ী ঢাকে খোঁপা

পাকা সুপুরির বর্ণচ্ছটা ছড়াল যেন শাড়ির আঁচলে,

উৎফুল্ল চড়াইয়ের ঝাঁক উড়ে যায় পাকা ধানের উপর।

মজা দিঘির ভিতরে জমে আছে শেওলার দাম

শাপলার ফাঁকে কানি বক আছে যেন ধ্যানে

হঠাৎ সূর্য জ্বলার গানে গোলাপী মেঘের মুখ

ক্রমশ ফুরিয়ে আসে আকাশে নীলের ছবি।

জীবনের ব্যাকরণ ঠেলে নিয়ে যায় বধির কুয়াশা

মুখোমুখি তুমি আর আমি মাঝখানে ধূপছায়া

অনন্ত আড়াল কী করে ভাঙি যেখানে সূর্য ঝিলিক!

মুখের পাশে সোনালি চিকন চুল, করুণার ছায়া।

যে দিকে তাকাই ফিরে সে দিকেই মৃত্তিকার ঋণ

একটুকু নীল আভা মহাকাশ জুড়ে, অন্তহীন কথা

কে আমি! কোন নিরুপম পথে নিরুদ্দেশ হয়ে আছি!

যখোন ফুরায় আকাশ আসে রাত নক্ষত্রের কাছে

ফুরানোর আগে আমারও খুব ইচ্ছে করে যেন বাঁচি কতোকাল,

তখোন দেখি কে যেন উড়ায় সোনালি চিকন চুল মেঘের উপরে।

৩০ নভেম্বর ২০২৩, ঢাকা। ১৫ অগ্রহায়ণ ১৪৩০, হেমন্তকাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়