রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০

আকাশ হংসী
দেবদাস কর্মকার

হিম হিম রাতে কুয়াশা নামিয়া আসে

অন্তর পোড়ে কি যেন কি দুঃখে

কে যেন দাঁড়ায় সন্ধ্যানদীর পাশে

কার কথা পড়ে মনে তার

গাঢ় চুলে ঢাকে মুখের আদল ঠিক যেন বারবার।

হয় না তো রাত শেষ

জাগে উদ্বেগ অন্তরজুড়ে

আঁধারে ঢেকেছে কেশ

নদীর জলের দু কুল প্লাবিয়া স্বর

জীবন ব্যাপিয়া করে আছে যেন ভর।

ঝিমিয়ে যখোন আকাশের সব তারা

হাওয়া বয় ধীরে চারিদিক থেকে

ম্লান আঁধারে কুয়াশা দিয়েছে সাড়া

হঠাৎ উপরে আকাশ হংসী ওড়ে

হবে কি দেখা আগামীর সাথে মেঘ রঙা সেই ভোরে?

পৃথিবীর সব বোবা মানুষের কথা

নিরব স্লোগানে ফিরে আসে তার কাছে

অসার জীবন কোন তরুতে জড়ানো লতা

আকাশ হংসী নেমে আসে ডুব জলে

অবাক নিশীথ অবাক নদী তাকায় কেমন ছলে।

ঢেউ ওঠে যেন হেসে

পাড় ভাঙে বুঝি একা

যায় কেবা ডুবে শাড়ি ওঠে ভেসে

স্রোত বয়ে যায় কেমন করুণ কুল কুল মৃদু স্বরে

না বলা কথা ঢাকা পরে যায় চিরকাল চিরতরে।

১৬ নভেম্বর, ঢাকা ২০২৩, হেমন্ত কাল, ১ অগ্রহায়ণ ১৪৩০

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়