রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০০:০০

কালের কুঠার
অনন্ত পৃথ্বীরাজ

পাতাগুলো ক্রমশ ঝরে পড়ছে; বৃষ্টির জল ঝুপঝাপ তাল দেয়

ঝরাপাতাদের ক্ষণিক স্থান বদল স্রোতের টানে ভেসে যায় প্রিয়তমার মুখ।

অভিমান আর অনুরাগে বাস্তুভিটে ত্যাগ করে নিরুদ্দেশের হাওয়ায় হাওয়ায়

শালিক পাখি তার প্রিয়জন খোঁজে। ভালোবাসা, আর বাদামী রং ধারণ করো না।

দেয়ালের কফিনে সোনালি রোদের ঝিলিক; এবার সব বিশেষণ বাদ দাও;

আমি কাজে বিশ্বাসী; নীতিকথা পরে থাক ঘোলা জলে। কারণ শর্ত সাপেক্ষে-

আপেক্ষিক স্পন্দন চলে না। ভালোবাসা ভালো থাকো; আমাকে চুরমার হতে হবে!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়