প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক
                বই, বই, বই তুমি
আমার মনের আলো,
তোমায় পেয়ে দূর হয়ে যায়
আমার মনের কালো।
আমার পথের আলো তুমি
সঠিক পথের দিশা,
দূর হয়ে যায় তোমায় পেয়ে
সকল অলসতা।
বিশ্ববাসী অন্ধকারে
হারিয়ে যাচ্ছিলো যখন,
ঠিক সময়ে বই তোমার
জন্ম হলো তখন।







