বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০২ অক্টোবর ২০২২, ০০:০০

 প্রার্থনা
অনলাইন ডেস্ক

পানাহ চাই মালিক, অবাধ্য শয়তানের।

প্ররোচিত না হই যেন, শিরকী পাপের।

আদম, হাওয়ারে যে ফেলেছিলো ফাঁদে।

বেহেশত বঞ্চিত হয়ে পড়েছিলো খাদে।

আমরা দূর্বল অতি ঈমান আমলে।

তোমার দয়াবিহীন ইবলিসের জালে।

তোমারই নামেতে শুরু ওগো দয়াময়।

নামেতে তোমার কাজ যেন বরকতময়।

দয়ার আধার তুমি, ভরসা সবের।

তুমিহীনা ছওয়াল নাহি কোন শরীকের।

মহিমাকীর্তন করি জগতো স্রষ্টার।

তিনিই পালনকর্তা, তোমার আমার।

পরম করুনাময় রাহমানুর রাহিম।

প্রভু তুঁমি অধিষ্ঠিত আরশে আজীম।

বিচার দিনের স্বামী, চাহি পরিত্রাণ।

বেহেশত কামনা করি, যদি কর দান।

তোমারই দাসত্ব করি, আর কারো নয়।

তুমিই একমাত্র প্রভু, তুমি সর্বময়।

তোমারই সাহায্য ছাড়া আমি দীনহীন।

রিজিকে প্রসস্থ কর তোমার জমিন।

সহজ সরল পথ দিয়োগো প্রভু।

টেনে নিও পড়ি যদি ভুলেতে কভু।

যেই পথে চলেছেন প্রিয় বান্দাগণ।

তাদের চলার পথ করি যে সরণ।

সেইপথে কভু যেন না করি গমন।

যেই পথভ্রষ্টদের তুঁমি করেছো দমন।

তাই হোক, তাই হোক হে আমার রব।

জীবনে মরনে তুঁমি, ত্ুঁমিইতো সব।

(সূরা ফাতেহার কাব্যানুবাদ)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়