প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৪
ইন্তেজার
ইমরান শা’কির ইমরু

ইমরান শা’কির ইমরু ইন্তেজার
গগনের অন্তরালে গোধূলির নীরবতা,
অবসন্ন চিত্তে অধিষ্ঠিত থাকি
জানালার প্রান্তে,
তোমার কদমের নাজুক ধ্বনির প্রত্যাশায়।সমীরণ ফিসফিসিয়ে বলে
সে আসিবে, শায়দ কাল
না হয় কোনো গুমনাম সায়াহ্নে।ধৈর্যধারণ করি
তা তো এক নফসী ইমতেহান
যেখানে ভালোবাসা মানে ত্যাগ,
প্রতীক্ষা নিজেই ইবাদত।ইন্তেজারই আমার সেজদা
তুমি হাজির না থাকলেও,
এশকে মন সুজুদে থাকে
অদৃশ্য ভালোবাসার কিবলায়।








