বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৯

৫৭ বছর পূর্তিতে উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক
৫৭ বছর পূর্তিতে উচ্ছ্বাস

মা, মাটি ও মাতৃভাষার চেতনাকে ধারণ ও লালন করেই বৃহত্তর মতলবে শিশু-কিশোরদের প্রগতিশীল চিন্তা-চেতনা ও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার জন্ম। ধারাবাহিক সাফল্য ও গৌরবের প্রতিষ্ঠার ৫৭ বছরে মেলার সকল স্তরের সদস্য ও শুভাকাক্সক্ষীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। মেলাকে কেন্দ্র করে এখন মতলব দক্ষিণ উপজেলার প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছে কচি-কাঁচা কমপ্লেক্স। যার অন্যতম প্রকল্প কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল। বাংলাদেশে মেঘনা- ধনাগোদা নদী বিধৌত দক্ষিণ অঞ্চলে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের শিক্ষার্থীরা মেলার সদস্য হয়ে লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলার কর্মসূচিতে অংশগ্রহণ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠছে।

পরিশেষে বলছি, প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি মেলার সঙ্গে সম্পৃক্ত থেকে নিজেকে খুবই ধন্য মনে করছি। এগিয়ে যাবে মতলব মেলা, এগিয়ে যাবে শিশু-কিশোররা, এগিয়ে যাবে মতলব, এগিয়ে যাবে বাংলাদেশ।

‘-------------------------------

সবার মুখে হাসি ফুটাই

আমরা শতদল,

কচি-কাঁচার দল।

ফারুক-বিন-জামান

প্রতিষ্ঠাতা সদস্য, মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা ও সম্পাদক, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়