প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৮:৩৩
পৃথিবীতে ভালো মন্দ বলে কিছু নেই, চিন্তাই ভালো-মন্দ তৈরি করে

কী দিয়ে নিজেকে বিচার করবেন সেটা আগে ঠিক করেন। আদর্শ মহানুভব না অনুকরণ? জীবন গড়তে যেয়ে গড়বড় হয়ে যায় শুধু সিদ্ধান্তের কারণে। মানুষের কৈশোর এবং যৌবনকালে মনটা উড়ু উড়ু করে রঙ্গিন প্রজাপতির মতো।
শিক্ষায় হয়তো শিক্ষিত বলা যায়, তাই বলে আদর্শবান হয়েছেন এমনটা বলা যাবে না। আদর্শ আসে পরিবার, বাবা, বড়োভাই, গুরু ভক্তি, পীর-মুরশিদ, আলোকিত পুস্তকÑএমন সবকিছু থেকে। শিক্ষা মজবুত, চরিত্র নড়বড়ে, তা হলে আপনি একটা কলাপাতা ছাড়া আর কিছুই না। নিজেকে বদলানোর শ্রেষ্ঠ উপায়, আপনাকে আপনি প্রশ্ন করবেন এবং আপনি তার উত্তর দেবেন। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি ভুল বিচার করতে পারেন না।
টাকা মানুষের ম্যুরাল তৈরি করে, জীবনের চাহিদা মিটায়, কিন্তু চরিত্র গঠন করে দেয়Ñএমন টা শুনি নি।
শ্রদ্ধা রেখে বলছি, সেক্সপিয়ার একটা কথা বলেছেন,
“পৃথিবীতে ভালো-মন্দ বলে কিছু নেই,
চিন্তাই ভালো-মন্দ তৈরি করে ।’’
মানুষ বয়স বাড়লে পরিপক্ব হয়, কিন্তু তার স্বভাব মুছে যায় না। স্বভাব হলো নীতি বা চরিত্রের স্তম্ভ। ক্ষুদ্র মাঝারি ভারী ঘরে এবং বাইরে যে যেই কাজই করেন না কেন, সম্পর্ক সম্পর্কিত যথা সব কর্মই চিন্তা শক্তির প্রতিফলন বলা যায়। আগে চলতো কিনা জানি না, এখন প্রতিটি সম্পর্ক চলে হিসাব-নিকাশে! এখন,
“টাকা আগে মানুষ পর,
যত পারিস টাকা ধর।”
আগে উল্টো টা ছিলো, কথা টা মহাপুরুষের। আমি আমার কার্যত কর্মে বার বার বিবেকের কথা বলি, কারণ ঐখানে পাপ-পুণ্য লুক্কায়িত থাকে। আমরা মানুষরা বিজ্ঞানের তৈরি কোনো রোবট না যে, প্রোগ্রাম সেটিং করে দিলো আর সেই মোতাবেক চললাম। যার হুঁশ আছে সেই মানুষ, আর বাকি সব বিবেক মোচড়ানো লোকজন। এতো কথা কেন বলি তারও কারণ আছে। আজকাল মানুষের পেশাদারিত্ব মানুষকে বদলে দিয়েছে। দুঃখের বিষয় হলো, এটা পারিবারিক সামাজিক বন্ধুত্ব বন্ধন সব জায়গায় অস্থিরতা সৃষ্টি করছে! ভালো মন্দ মিলিয়ে যদি হয় মানুষ, তবে আমার কাছে মনে হচ্ছে, মন্দের পাল্লাটা একটু ভারী। এখন শ্রদ্ধা আর ভালোবাসা দূষণে ভরা! ওরে বাবা রে বাবা! খালি স্বার্থ আর স্বার্থ অহংকার আর অহংকার!! আর দরিদ্র টাকাহীন মানুষের তো কোনো মূল্যই নেই। সেটা সংসারে হোক বা সংসারের বাইরে।
শ্রদ্ধেয় বিভূতিভূষণের একটা সুন্দর কথা চোখে পড়লো,
“আমি এমন কত লোকের উন্নতির কথা জানি,
যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে,
কিন্তু আনন্দকে হারাইয়াছে ।”
সুস্থভাবে বেঁচে থাকার জন্যে টাকা প্রয়োজন আর দরকার ভালোবাসা। ভালোবাসা হলো সুন্দর অনুভূতি, যা সব স্বার্থের ঊর্ধ্বে।
গীতিকবি শ্রদ্ধেয়
রাধারমণের একটা গানের কয়েটা লাইন বলি,
“ফুলের আসন ফুলের বসন রে বন্ধু ফুলের বিছানা
ওরে হৃদ কমলে সোয়া চন্দন ছিটাইয়া দিলাম নারে বন্ধু
নিড়লে তোমারে পাইলাম না।”
টাকা হলো মানুষের প্রয়োজন, ভালোবাসা হলো নিঃশ্বাস।
যে প্রেম সৃষ্টির প্রতি,
সে প্রেম মহানুভব।।
অহংকার, স্বার্থ, অসঙ্গতি যেন মায়ের পেটের ভাই! নিজেকে কী দিয়ে বিচার করবেন, সেটা আগে ঠিক করেন। শাহেন শাহী এ দুনিয়ায় চলে, পরপারে কিন্তু হিসাব অন্যরকম। আমাদের জীবনে সম্পর্ক, ভালোবাসা, নীতিনৈতিকতার দূরত্ব আছে, কিন্তু মৃত্যুর কোনো দূরত্ব নেই, যথা রাইত তথা কাইত!
ভগবান যেন সবার মঙ্গল করেন, এই প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।
১৩.১০.২০২৫।