মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সাজিদ রহমান রাফির রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি সুযোগ

পলাশ দে
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সাজিদ রহমান রাফির রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি সুযোগ
ছবি :মেধাবী শিক্ষার্থী সাজিদ রহমান রাফি

চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী সাজিদ রহমান রাফি রাজশাহী মেডিকেল কলেজ-এ এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন।

সাজিদ রহমান রাফি ২০২৩ সালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ কলেজ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ লাভ করেন। চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় তিনি ৮০ নম্বর পেয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন।

তার এ সাফল্যে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবকসহ বাবুরহাট এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

শিক্ষাজীবনে ধারাবাহিক কৃতিত্বের পাশাপাশি সাজিদ রহমান রাফি একজন দক্ষ বিতার্কিক হিসেবেও পরিচিত। বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন।

তার পিতা বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার মাতা একই প্রতিষ্ঠানে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে সন্তানের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সাজিদ রহমান রাফির পরিবার ও শিক্ষকমণ্ডলী আশা প্রকাশ করেছেন, তিনি রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়ন শেষে একজন দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবেন। এ লক্ষ্যে তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়