মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭

মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো তোপধ্বনির পরপরই শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, শারীরিক কসরৎ প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা।

মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির নেতৃত্বে উপজেলা প্রশাসন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানের নেতৃত্বে মতলব উত্তর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান, মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মতিন ও নূরুল হক সরকার, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও ফারুক হোসেন।

সভাশেষে বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়