প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১০
মহান বিজয় দিবসে শ্রীমঙ্গল প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা।
১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল আব্দুল হাই ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত রবীনের নেতৃত্বে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালি নিয়ে পৌর শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিকরা। এ সময় যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, সহ-সম্পাদক দপ্তর এম. মুসলিম চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য আবুজার রহমান বাবলা, সাবেক কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য মো. সাইফুল ইসলাম, মিজানুর রহমান আলম, ঝলক দত্ত, গোলাম কিবরিয়া জুয়েল, শামসুল ইসলাম শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।








