প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫
দক্ষিণ সুরমা প্রেসক্লাবে সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল বাকরের মতবিনিময়

সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল বাকর স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে দক্ষিণ সুরমা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নির্বাচনী এলাকায় উন্নয়ন সহ আর্থ-সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার কথা বলেন সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মইনুল বাকর।
এ সময় তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এই তিন উপজেলার উন্নয়ন সহ আর্থ-সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্যে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন বলে সাংবাদিকদের জানান। তিনি আরো বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, ১৯৯৬ সালে বালাগঞ্জ, বিশ্বনাথ আসন থেকে নির্বাচনে পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পরে তিনি যুক্তরাজ্য চলে যান, তাই ২০০১/২০০৮/২০১৪/২০১৮ এবং ২০২৪ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। কারণ তখনকার রাজনৈতিক অস্থিরতা দলীয় প্রভাব, দুর্নীতি ও সুষ্ঠু নির্বাচনের অভাব তাকে হতাশ করেছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র জনতার আন্দোলনে নতুন বাংলাদেশের ধারণা তাকে নতুন আশায় সঞ্চার করেছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক দলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্মকে পুঁজি করে প্রতারণার রাজনীতি তাকে ভাবিয়ে তুলেছিল। তিনি দলমত নির্বিশেষে সৎ, যোগ্য, শিক্ষিত ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে এলাকাবাসী নির্বাচিত করতে পারেন এ প্রত্যাশা করেন। তিনি আরও বলেন, বাংলাদেশে বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের মাধ্যমে ১২ বছর ধরে সারা দেশের ৬৪ জেলায় বিভিন্ন অঞ্চলে অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
নির্বাচিত হলে তিনি সিলেট-৩ আসনের সার্বিক উন্নয়ন যেমন- হাসপাতাল, রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ কালভার্ট সহ অবকাঠামোর উন্নয়নে কাজ করবেন। নির্বাচিত না হলেও এলাকার মানুষের পাশে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সিলেট-৩ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা কামনাসহ সিলেটের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, অ্যাডভোকেট মো. কবির আহমদ বাবর, সমাজসেবী শরিফুল ইসলাম শরীফ, সাব্বির আহমদ প্রমুখ।








