শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৫৫

টিনের চালে বৃষ্টি

আব্দুস সাত্তার সুমন
টিনের চালে বৃষ্টি

আব্দুস সাত্তার সুমন টিনের চালে বৃষ্টি

উঠান মাঝে বৃষ্টি পড়ে

আম, জাম গাছে,

নাতি পুতি বৃষ্টি দেখে

খোকা খুকু নাচে।

রহমতেরই বৃষ্টি ঝরে

রিদম বাজে তালে,

টাপুর টুপুর ঝংকার তুলে

পড়ছে টিনের চালে।

বৃষ্টির জলে মিষ্টি ভারি

আষাঢ় ঘেরা ক্ষণে,

অর্ধকাঁচা টিনের বাড়ি

শীতল করে মনে।

ধীরে ধীরে গ্রাম হচ্ছে

ইট-পাথরের বেড়া,

গ্রামবাংলা শহরমুখি

নবরূপায় ঘেরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়