বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৫১

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চড়ুই পাখির সমাবেশ!

স্টাফ রিপোর্টার
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চড়ুই পাখির সমাবেশ!

ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সবুজে ঘেরা ক্যাম্পাসে দেখা মিলছে এক অনন্য দৃশ্যের। বিশ্ববিদ্যালয় চত্বরে হাজারো গাছের ভিড়ের মাঝেই একটি শুকনো গাছে বিকেলের পড়ন্ত আলোতে ভিড় করেছে শত শত চড়ুই পাখি। দেখে মনে হয় চড়ুই পাখির সমাবেশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দূর থেকে তাকালে মনে হয় শুকনো গাছে যেন ফুল ফুটে আছে। আসলে সেসবই চড়ুই পাখির ভিড়। তাদের কিচিরমিচির শব্দে চারপাশে ছড়িয়ে পড়ে এক প্রাণবন্ত পরিবেশ।

শিক্ষার্থী একরাম আল ফারুফ জানান, প্রতিদিন বিকেলবেলা ওই গাছটিতে শত শত চড়ুই পাখি এসে বসে। এটি দেখতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেক শিক্ষার্থী জড়ো হন।

পরিবেশবিদরা বলছেন, শহরাঞ্চলে যেখানে প্রতিদিন কমছে চড়ুই পাখির সংখ্যা, সেখানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শত শত চড়ুইয়ের সমাগম নিঃসন্দেহে ইতিবাচক একটি দিক। এতে পরিবেশের ভারসাম্য রক্ষায় যেমন সহায়তা মিলবে, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও বাড়বে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়