সোমবার, ১৪ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৯:১০

এ যুগে তাল গাছের কদর!

পরিবেশ সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

কৃষিকণ্ঠ প্রতিবেদক
পরিবেশ সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুর শহরের এক জনবহুল এলাকার একটি মার্কেটের সামনে দেখা গেছে বিরল এক দৃষ্টান্ত। সেখানকার খোলা স্থানে তালগাছ রোপণ করা হয়েছে এবং গাছটির চারপাশে গোলাকৃতি বাউন্ডারি দিয়ে সুসজ্জিতভাবে তা সংরক্ষণ করা হয়েছে। এমন দৃশ্য শহুরে পরিবেশে খুব একটা দেখা যায় না। এ যুগে তাল গাছ রোপণ যেন অনেকটাই হারিয়ে যেতে বসেছে। অথচ এই গাছ আমাদের পরিবেশের জন্যে যেমন উপকারী, তেমনি এর ফল স্বাস্থ্যকর ও পুষ্টিকর। তাল গাছ ঝড় ও বজ্রপাত ঠেকাতে পারে, দীর্ঘদিন বেঁচে থাকে এবং এর কাঠও বিভিন্ন কাজে লাগে। কিন্তু আধুনিক প্রজন্মের অনেকেই তাল গাছের গুরুত্ব বুঝতে পারে না, কিংবা এর প্রতি আগ্রহও কম। চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারের ছারছীনা পীর ছাহেবের খানকা রোডের পাশে এবং ইকরা মডেল একাডেমীর ২য় ক্যাম্পাস সংলগ্ন আবীর মটরস্ শোরুমের সামনে এক নজর কাড়া দৃশ্য তালগাছটির। মার্কেট কর্তৃপক্ষের এই ব্যতিক্রমী উদ্যোগ যেন সকলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলোÑপরিবেশ রক্ষায় স্থানীয় উদ্যোগ কতোটা জরুরি এবং কতোটা সম্ভাবনাময়। শুধু নিজেদের সৌন্দর্যের জন্যে নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও এমন গাছ লাগানো দরকার। এমন উদ্যোগ যদি শহরের অন্যান্য এলাকায়ও নেওয়া হয়, তাহলে শহুরে পরিবেশ যেমন আরও সবুজ হবে, তেমনি পরবর্তী প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্যের তাল গাছও থাকবে জীবন্ত উদাহরণ হয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়