রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২২:৪৭

ফরিদগঞ্জের পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জের পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া

ফরিদগঞ্জের পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকালে বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহজাহান কবির।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিলে শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে উঠে, তবে মনে রাখতে হবে, কোনো ভাবেই মাদক-ইভটিজিং ও সাইবার বুলিংসহ অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না। বাবা-মায়ের স্বপ্ন পূরণে লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার আহম্মদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক বিদ্যোৎসাহী প্রতিনিধি নূরে আলম, সদস্য শহিদ উল্যাহ বেপারী, মাসুদ আলম দুলাল, আব্দুস সালাম প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়