বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪২

চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এআই যুগে কর্মমুখী শিক্ষা নিয়ে সেমিনার ও জব ফেয়ার

শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে

---- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁইয়া

স্টাফ রিপোর্টার।।
শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে

অ্যাসেটের অর্থায়নে 'কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কর্মসংস্থান সৃষ্টিতে কর্মমুখী শিক্ষার ভূমিকা : প্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক সেমিনার ২০২৬ উপলক্ষে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১২টায় এ আয়োজন সম্পন্ন হয়।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের টিএমইডি-এর যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের জাপান, কোরিয়া ও সিঙ্গাপুরের দিকে তাকাতে হবে, তাদের মডেল অনুসরণ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করলেই কর্মসংস্থানের পথ সহজ হবে।

তিনি আরও বলেন, আমার উদ্দেশ্য কোনো প্রজেক্ট বাস্তবায়ন নয়, আমার উদ্দেশ্য শিক্ষার্থীদের মোটিভেশন দেওয়া। আমি চাই শিক্ষার্থীরা আগামী দিনে এআই সম্পর্কে ভালোভাবে জানবে, শিখবে এবং ভবিষ্যতে বিশ্ব দরবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে যুগ্ম সচিব বলেন, আমি চাই শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল শিখুক। হাতে-কলমে শিক্ষা নিয়ে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে গড়ে উঠুক। এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারা শিক্ষার্থীদের মেন্টরিং ও মনিটরিং করবেন। অনেক সময় বাবা-মা বা অভিভাবকরা এই বিষয়গুলোতে পর্যাপ্ত সময় দিতে পারেন না।

তিনি আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই মেধা ও সম্ভাবনা লুকিয়ে আছে। সঠিক মেন্টরিং দিতে পারলে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে আনতে হবে না। আমাদেরই সন্তানরা সে দায়িত্ব পালন করবে। তিনি দেশ গঠনে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়। এছাড়া বক্তব্য রাখেন মারজাহান প্রোডাক্টসের সিইও মারজানা আক্তার স্বর্ণা এবং চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী ও দেশবরেণ্য উদ্যোক্তা প্রিমিয়াম হোমস লিমিটেডের সিইও মাইনুল হাসান দোলন।

জব ফেয়ার প্রোগ্রাম উপলক্ষে প্রিমিয়াম হোমস ও ডি-স্মার্টের সিইও মাইনুল হাসান দোলন বলেন, ছাত্রজীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ আমি একজন সফল উদ্যোক্তা হয়েছি। তিনি প্রিমিয়াম হোমস লিমিটেডের জন্যে দক্ষ জনবল নিয়োগে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন এবং স্কিল ডেভেলপমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সট্রাক্টর (গণিত) মোজাম্মেল মিয়া, ইন্সট্রাক্টর (রসায়ন) আলাউদ্দিন খাঁন, ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) মো. ফারুক হোসেন সরকার, ইন্সট্রাক্টর (কম্পিউটার) মোহাম্মদ শরিফুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এবং গীতা পাঠ করেন কুন্তলা প্রভা। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের শিক্ষক আলাউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এপারেল বিভাগের চিফ ইন্সট্রাক্টর এনায়েত রাব্বি মো. ইয়াছিন। জব ফেয়ার প্রোগ্রামে প্রিমিয়াম হোমস গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, এলজি গ্রুপ, বেঙ্গল গ্রুপসহ মোট ৭টি গ্রুপ অফ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় অতিথিবৃন্দ স্টলগুলো ঘুরে দেখেন এবং সেখানে কর্মমুখী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশ্যে চাকরি প্রত্যাশীদের বিষয়ে কথা বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়