সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০০:৩৭

চাঁদপুর মেডিকেল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রবিউল হাসান, চাঁমেক প্রতিনিধি
চাঁদপুর মেডিকেল কলেজের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে চাঁদপুর মেডিকেল কলেজ (চাঁমেক)-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘চাঁমেক ডে-২০২৬’ পালন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকালে কলেজের অস্থায়ী ক্যাম্পাসের ছাদে বেলুন উড়ানোর মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়।

IMG-20260111-WA0079

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

পরে কেক কাটার মাধ্যমে শুরু হয় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-এর কার্যক্রম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেলা নাজনীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, গত বছরের মতো এ বছরও আমরা চাঁমেক ডে উদযাপন করছি। আমি হয়তো থাকবো না, সামনের দিনগুলোতে কলেজের শিক্ষক, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এ দিবসটি পালন করবে বলে আমার প্রত্যাশা।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একাডেমিক এক্সিলেন্স হিসেবে ২য় ব্যাচের শিক্ষার্থী ডা. শারমিন আক্তার এবং স্টুডেন্ট অব দ্যা ইয়ার হয়েছেন ডা. সাদিয়া তাবাসসুম রৌদুসী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক (সার্জারি) ডা. হারুন অর রশিদ, সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. সাইফুল ইসলাম সোহেল ও সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. সাব্বির আহমেদ।

২০১৮-২০১৯ এমবিবিএস শিক্ষাবর্ষে ১ম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ১০ জানুয়ারি, ২০১৯ সালে চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ অধিশাখার ১৯/১১/২০১৮ খ্রি. তারিখের পত্র অনুযায়ী ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল-এর ৪র্থ তলার উত্তর পার্শ্বের ১৩টি কক্ষ নিয়ে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। যা বর্তমানেও চলমান রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চাঁদপুর মেডিকেল কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, হাসপাতালের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়