শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২

মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পরীক্ষা

ভবিষ্যতে এই ফাউন্ডেশন এই অঞ্চলের মানুষের জন্যে হিতকর কাজ করবে

........ সৈয়দ মেহেদী হাসান চৌধুরী

প্রবীর চক্রবর্তী।।
ভবিষ্যতে এই ফাউন্ডেশন এই অঞ্চলের মানুষের জন্যে হিতকর কাজ করবে

ফরিদগঞ্জের রূপসা জনপদে শিক্ষার আলো আরও ছড়িয়ে দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথমবারের মতো আশপাশের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সকালে পরীক্ষা পরিদর্শনে আসা রূপসার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের সদস্য এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মেহেদী হাসান চৌধুরী জানান, শিক্ষার প্রসার, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এই বৃত্তি চালুর মূল লক্ষ্য। তিনি বলেন, আমাদের বংশের পূর্বপুরুষ মোহাম্মদ গাজী চৌধুরীর মতো মানবিকতা, দানশীলতা ও সমাজকল্যাণের আদর্শকে ধারণ করেই আমরা এই উদ্যোগ নিয়েছি। নভেম্বর মাসে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন নিয়ে আমার অনেক প্রত্যাশা রয়েছে। আমি ইতোমধ্যেই আমার পরিবার পরিজনের সাথে কথা বলেছি। সকলেই এই ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। ভবিষ্যতে এই ফাউণ্ডেশন এই অঞ্চলের মানুষের জন্যে জনহিতকর কাজ করবে। আমরা রূপসা জমিদার পরিবারের ঐতিহ্যকে ধারণ করতে চাই এই সংগঠনের মাধ্যমে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান, পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হক এবং পরীক্ষা নিয়ন্ত্রক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ জানান, ফাউন্ডেশনের লক্ষ্য অনেক বড়ো। আমরা প্রথমবারের মতো মাত্র এক সপ্তাহের নোটিসে এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছি। ভবিষ্যতে পুরো উপজেলাব্যাপী শিক্ষা বৃত্তি প্রচলন করা হবে। আমরা সুচারুরূপে পরীক্ষার প্রশ্নপত্র থেকে শুরু করে পরীক্ষা গ্রহণের কাজ করেছি। আশা করছি ফলাফল প্রকাশ ও আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদানের মাধ্যমে এর পরিপূর্ণতা দেখতে পাওয়া যাবে।

বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসা উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যাহ আল মামুন জানান, মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি কাজে আসবে। আমি ধন্যবাদ জানাই ফাউন্ডেশনের সকলকে, যারা মাত্র কয়েকদিনের মধ্যে একটি বৃত্তি পরীক্ষা আয়োজন করে সফলতা দেখিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়