প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০১:১৭
রামগঞ্জে উন্মুক্ত পাঠাগার উদ্বোধন

লক্ষ্মীপুরের রামগঞ্জে যুব ফাউন্ডেশন এর উদ্যোগে শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকেলে করপাড়া ইউনিয়নের গাজীপুর উচ্চবিদ্যালয় মাঠে 'কথামালা গ্রন্থাগার' নামে একটি উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক এমপি অধ্যক্ষ আনম শামছুল ইসলাম।
ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. বিজয় কৃষ্ণ দাস, বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, প্রভাষক মিজানুর রহমান, জাকির হোসেন চৌধুরী, মুহাম্মদ ইসমাইল গাজী সহ অনেকে।
উন্মুক্ত পাঠাগার উদ্বোধন উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে ২ শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। ৪টি গ্রুপ হতে মোট ২০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
কথামালা গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মু. ইসমাইল গাজী জানান, আমরা নানান কর্মসূচি হাতে নিয়েছি। শিক্ষা ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে তিনি জানান।
ডিসিকে / এমজেডএইচ







