প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫০
মাদ্রাসার শিক্ষার্থীরা সত্যের সাক্ষ্য হতে পারলে সমাজে অনাচার থাকবে না ........যুগ্ম সচিব মুনিরুজ্জামান ভূঁইয়া

হাজীগঞ্জ উপজেলার রাজাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি ইতোমধ্যেই আলিমে উন্নীত হয়েছে। মাদ্রাসাটি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো আলিমে যাত্রা শুরু করেছে মাদ্রাসাটি। আলিমে ভর্তিকৃত শিক্ষার্থীদের সবক প্রদানের মাধ্যমেই পূর্ণাঙ্গ যাত্রা শুরু করে মাদ্রাসাটি।
|আরো খবর
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) মাদ্রাসার হল রুমে এ সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনিরুজ্জামান ভূঁইয়া। এ সময় তিনি বলেন, আলিম শ্রেণীর কার্যক্রম কখনো যেনো বন্ধ না হয়ে যায়। প্রত্যন্ত অঞ্চলের এ মাদ্রাসাটি আলিম শ্রেণির কার্যক্রম ধরে রাখার জন্যে এলাকার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি। তিনি আরো বলেন, মাদ্রাসায় পড়াশোনা করে নৈতিক শিক্ষা অর্জন করা যায়। মাদ্রাসার শিক্ষার্থীরা হবে আমাদের সমাজের জন্যে নমুনা। আমাদের সমাজের জন্যে আদর্শ। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি সত্যের সাক্ষ্য হতে পারে, তাহলে এ সমাজে পুলিশ লাগবে না, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে না, চোর থাকবে না, গুণ্ডা থাকবে না।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ মিজানুর রহমান, ছালেহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছগির আহমেদ ও নেছারাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর ইসালামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান ও পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।