শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৬:০৮

চাঁদপুরের শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো মো. মাহদিন আল আবরার জন লক ইনস্টিটিউটের গ্লোবাল প্রাইজে শর্টলিস্টেড

অনলাইন ডেস্ক
চাঁদপুরের শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো মো. মাহদিন আল আবরার জন লক ইনস্টিটিউটের গ্লোবাল প্রাইজে শর্টলিস্টেড

চাঁদপুরের শিক্ষার্থী হিসেবে প্রথমবারের মতো যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ *John Locke Institute 2025 Global Essay Prize-এর ‘রাজনীতি’ বিভাগে শর্টলিস্টেড হওয়ার গৌরব অর্জন করলেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে চাঁদপুর সরকারি কলেজ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র মো. মাহদিন আল আবরার। সারা বিশ্ব থেকে এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ৬৩ হাজার ৩২৮ জন প্রতিযোগী*। তাদের মধ্যে মাত্র শীর্ষ ১৮.৬৫ শতাংশকে বাছাই করা হয় ফাইনাল রিভিউর জন্যে। এর মধ্যে জায়গা করে নিয়েছেন চাঁদপুরের এই তরুণ।

মাহদিন শুরু থেকেই বিভিন্ন অলিম্পিয়াড ও সহশিক্ষা কার্যক্রমে (ECA) ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছেন। স্কুল-কলেজ জীবনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি নিজেকে তৈরি করেছেন। তার ছোটবেলা থেকেই এমন প্রতিযোগিতামূলক জায়গা আর অলিম্পিয়াডে সক্রিয় হওয়ার বদৌলতে প্রাপ্ত জাতীয় পর্যায়ের একাধিক সাফল্যের পাশাপাশি এই অর্জনকে তিনি তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সাফল্য মনে করছেন। তার ভাষায় 'অলিম্পিয়াড' আর একাডেমিক প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি শিখেছি কীভাবে বড় স্বপ্ন দেখা যায়। এবার সেই স্বপ্নই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। মাহাদিন বলেন, "আলহামদুলিল্লাহ চাঁদপুরের মতো জায়গা থেকে এসে এমন একটি বিশ্বমানের প্রতিযোগিতায় শর্টলিস্ট হওয়া আমার জন্যে সত্যি এক ‘ড্রিম কাম ট্রু’ মুহূর্ত।”

আগামী ৪ অক্টোবর *লন্ডনের Grosvenor House Hotel, Mayfair*-এ আয়োজিত ব্ল্যাক-টাই অ্যাওয়ার্ডস সেরিমনি ও গালা ডিনারে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেখানে প্রতিটি শর্টলিস্টেড শিক্ষার্থীকে সম্মাননা সনদ প্রদান করা হবে। সেখানে ক্যাটাগরিতে মাহদিন যেন বিজয়ীর মুকুট অর্জন করে তার দেশকে বিশ্ব দরবারে উঁচু করার ক্ষেত্রে অবদান রাখতে পারে তার জন্যে সে সকলের দোয়া প্রার্থী।

মাহদীনের এই অর্জনে তার পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গর্বিত। তারা আশা করছেন, এই সফলতা চাঁদপুরের তরুণদের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়