প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:৫৮
শিক্ষা জীবনে প্রারম্ভিক জ্ঞানের গুরুত্ব

ভেবে দেখো একটি বড় নারিকেল গাছের কথা। যেটি তুমি হঠাৎ কোনো একটি স্থানে রোপণ করলে, কিন্তু তার ফল কী দাঁড়ালো? কোনো এক জোরালো ঝড়ের দমকা হাওয়ায় সেটি অনায়াসে দুমড়ে পড়বে। সেই স্থানে যদি তুমি একটি চারাগাছ রোপণ করো, মাটির উপরে সে বাড়বে... তবে নিজেকে দৃঢ় রাখবে মাটির নিচের শিকড় বিস্তৃত ও গভীরে গ্রোথিত করে। তোমার শিক্ষাজীবনে বেসিকের চিত্রায়ন ঠিক উপরের নারিকেল গাছ ও চারা গাছের অনুরূপ।
একইভাবে বেসিক ছাড়াই তুমি যদি একাডেমিকের প্রতিটি ফেইজে শুধু পরীক্ষার জন্য প্রয়োজনীয় টপিকগুলো আত্মস্থ করে করে ফেজগুলো পার করে যাও, তা হবে একটি ফাউন্ডেশন ছাড়া দালানের মত, যা সামান্য ভূমিকম্পেই মাটিতে মিশে যাবে। তোমাদের এই বেসিকহীন পড়াশোনার নড়বড়ে স্থাপত্য দুমড়ে পড়বে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এডমিশন পরীক্ষাগুলোতে। জীবনে যে কোনো বিষয়ে আমরা যদি আগ্রহ না পাই তাহলে সেই কাজটি করার মনোযোগ ও উৎসাহ কোনটিই থাকে না। পড়াশোনার যে কোনো অধ্যায় বা বিষয়বস্তুর প্রাথমিক জ্ঞান না থাকলে সেভাবেই সেই টপিকটির উপর আমরা আগ্রহ হারিয়ে ফেলি। সেই উদ্দীপনা ফিরে পেতে বুঝে পড়ার বিকল্প নেই। আর তার জন্য প্রতিটি টপিকের মূল বিষয়বস্তু বা ব্যাসিক থাকতে হবে নিজের আয়ত্তে।