সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৩ জুন ২০২২, ২০:৩১

নারায়ণপুর পপুলার বালিকা উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

নারায়ণপুর পপুলার বালিকা উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মুহাম্মদ আরিফ বিল্লাহ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ জুন সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হারুন অর রশিদ পাটোয়ারীর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মো. শাহাদাত হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা সদস্য মো. মাসুদ রানা পাটোয়ারী, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. মাসুদ রানা প্রধান, আলমগীর হোসেন পাটোয়ারী, আসিফ ইকবাল ডন, সোহরাব হোসেন মিয়াজী, কো-অপ্ট সদস্য আব্দুল লতিফ প্রধান, মহিলা সদস্য আয়েশা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার।

অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের সাবেক খতিব হাফেজ আফজালুর রহমান। দোয়া পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাও. শহিদ উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়