রবিবার, ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২২:৩৩

সংযুক্ত আরব আমিরাতে সফল ব্যবসায়ী হিসেবে বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড পেলেন নরসিংদীর আব্দুল মান্নান

শরিফুল ইসলাম, দুবাই হতে
সংযুক্ত আরব আমিরাতে সফল ব্যবসায়ী হিসেবে বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড পেলেন নরসিংদীর আব্দুল মান্নান
ছবি ক্যাপশন: সংযুক্ত আরব আমিরাতে বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড গ্রহণ করছেন নরসিংদীর পাটুলি ইউনিয়নের সফল প্রবাসী ব্যবসায়ী আব্দুল মান্নান।

সংযুক্ত আরব আমিরাতে এক যুগেরও বেশি সময় ধরে সফলভাবে ব্যবসা পরিচালনার স্বীকৃতি স্বরূপ

“বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন করেছেন নরসিংদী জেলার বেলাবো থানার পাটুলি ইউনিয়নের সুটুরিয়া গ্রামের কৃতি সন্তান আব্দুল মান্নান।

তিনি সুটুরিয়া গ্রামের সাজত আলীর বড় ছেলে এবং দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন। অক্লান্ত পরিশ্রম ও সততার মাধ্যমে তিনি গড়ে তুলেছেন দুটি সফল প্রতিষ্ঠান— মান্নান টেকনিক্যাল সার্ভিস কোঃ এলএলসি এবং এলেম টেকনিক্যাল সার্ভিস কোঃ এলএলসি।

দীর্ঘদিনের শ্রম, নিষ্ঠা ও কর্মদক্ষতার ফলস্বরূপ আজ তিনি প্রবাসী বাংলাদেশিদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।

IMG-20251101-WA0061-1

গত ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এক্সপো সেন্টারের দ্বিতীয় তলার বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় GTV (গাজী টিভি) দর্শক ফোরাম, ইউএই অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ অনুষ্ঠানে আব্দুল মান্নানকে বিজনেস আইকনিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

IMG-20251101-WA0060-1

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেটের মান্যবর কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান

বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, এবং সম্মানিত অতিথি ছিলেন প্রকৌশলী মাহে আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহেদুর রহমান খোকন, আর সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক জাহাঙ্গীর আলম রুপু। পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন GTV (গাজী টিভি)-এর সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন বাংলাদেশি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের সম্মিলিত প্রশংসায় আব্দুল মান্নানকে একজন সৎ, পরিশ্রমী ও সফল ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

“এই সম্মান আমার দেশের মানুষ, আমার গ্রামের পাটুলি ইউনিয়নের মানুষের প্রতি নিবেদিত। আমি চাই, আমাদের তরুণ প্রজন্ম সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুক।”

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান প্রশংসনীয় বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে রাতের পর্দা নামে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়