প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ২১:৩৭
রূপসায় মা ইলিশ সংরক্ষণ বাস্তবায়নে জনসচেতনামূলক সভা

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ বাস্তবায়নের লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।
|আরো খবর
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এর টেকসই উৎপাদন নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণে সকলের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত সময়ে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই আইন কঠোরভাবে কার্যকর করা হবে। এজন্যে আমরা রূপসা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক সভা শুরু করেছি। কারণ, জনগণ যদি সচেতন থাকেন, তাহলে গোপনে মা ইলিশ শিকারীরা এমনিতেই থেমে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমির জামেরুল ইসলাম বিএসসি, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন নোবেল, মৎস্য চাষী ও আড়তদার আব্দুল খালেক পাটোয়ারী, ইউপি সদস্য শফিকুর রহমান, বাজার ব্যবসায়ী তোফায়েল আহাম্মেদ এবং মৎস্যচাষী আবু হাছনাত নয়ন ।
সভাশেষে উপস্থিত জনগণের মাঝে মা ইলিশ সংরক্ষণ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন অতিথিবৃন্দ।