প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২০:৩৭
মতলব উত্তরে ৩৭৫ কেজি রুই মাছের পোনা অবমুক্তকরণ

মতলব উত্তর উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে খাস, সরকারি, আধা-সরকারি, প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে ধনাগোদা নদীতে ৩৭৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এজন্যে
|আরো খবর
সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে এসব পোনা বিতরণ করা হয়। এসব জলাশয়ের মধ্যে রয়েছে উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাদুল্লাহপুর মাদ্রাসা, লুধুয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ধনাগোদা নদীর শিবপুর ঘাট।
মাছের পোনা অবমুক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে প্রাতিষ্ঠানিক জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয়দের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।