মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৭:৩১

দুর্ভোগ হ্রাসে পাকা নয়, সলিং রাস্তার দাবি জনগণের

প্রবীর চক্রবর্তী
দুর্ভোগ হ্রাসে পাকা নয়, সলিং রাস্তার দাবি জনগণের

রাস্তা পাকা নয়, চলাচলের জন্যে ইটের সলিং করে দিলেই তারা খুশি। এমনই আবেদন করেছেন ফরিদগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের লোকজন। মাত্র ৪শ' মিটার রাস্তার জন্যে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার বেশ ক'টি বাড়ির মানুষ। ইতোমধ্যেই স্থানীয় বাসিন্দা ও পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম এলাকাবাসীর পক্ষে পৌর প্রশাসক বরাবর সড়কটির সংস্কার চেয়ে লিখিত আবেদন করেছেন।

জানা গেছে, পৌর এলাকার ৪নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের জলই বাড়িসহ বেশ ক'টি বাড়ির যাতায়াতের একমাত্র পথের মধ্যকার ৪শ' মিটার রাস্তার বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবুল কাশেম, মিজানুর রহমানসহ স্থানীয় লোকজন বলেন, পূর্ব বড়ালী সর্দার বাড়ি হতে জলই বাড়ির রাস্তাটি নিয়ে বর্ষার শুরু থেকেই ভোগান্তির শিকার হচ্ছি। রাস্তার ওপর উঠে পড়ে নোংরা পানি, যাতে সেটা মাড়িয়ে যেতে না হয় সেজন্যে রাস্তার ওপর গাছের গুঁড়ি দিয়ে রেখেছি। এই রাস্তা দিয়ে এই গ্রামের জলই বাড়িসহ বেশ ক'টি বাড়ির লোকজন যাতায়াত করে। নামাজ পড়তে যেতে ওই নোংরা পানি মাড়িয়ে যেতে হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীরাও এই রাস্তাটি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। গত এক যুগেও রাস্তাটি উন্নয়নের ছোঁয়া না পাওয়ায় এর বিভিন্ন স্থানে বড়ো বড়ো গর্ত হয়েছে ও ভেঙ্গে গেছে। যার কারণে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাত্র ৪শ' মিটার রাস্তা অন্তত ইটের সলিং করে দিলে আপাতত কিছুদিন চলাচল করতে সক্ষম হবেন বলে জানিয়ে তারা পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।

এদিকে রাস্তার দুরবস্থার কথা শুনে ফরিদগঞ্জ পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী রাস্তাটি পরিদর্শনে আসেন। এ সময় তিনি বলেন, আসলেই রাস্তাটির বেহাল দশা দেখে আমি হতবাক। পৌর এলাকার মধ্যে রাস্তার ওপর গাছ ফেলে মানুষজনকে চলাফেরা করতে হচ্ছে! অথচ পৌরসভার সাবেক দু মেয়রের একজনের নিজের বাড়ি ও অন্যজনের শ্বশুর বাড়ি এই ওয়ার্ডেই। তারাও এতোদিন দেখেও না দেখোর ভান করে ছিলেন।

ফরিদগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ৪শ' মিটার রাস্তা সলিংয়ের জন্যে একটি আবেদন পেয়েছি, দ্রুত তা বাস্তবায়নে চেষ্টা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়