বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৭:১৫

কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা

আলমগীর তালুকদার ॥
কচুয়া পৌরসভার বাজেট ঘোষণা
কচুয়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

কচুয়া পৌরসভার ২০২৫ -২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

চলতি বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৪১ কোটি ০৪ লক্ষ ৫৭ হাজার ৮শত টাকা, ব্যয় ৪০ কোটি ১৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং উদ্বৃত্ত ৮৭ লক্ষ ০৭ হাজার ৮শ' টাকা ।

বাজেট বক্তব্য প্রদানকালে পৌর প্রশাসক বলেন, জরুরি প্রযোজন ছাড়া আমরা কোনো অর্থ ব্যয় করছি না। পৌরসভার বর্জ্য ব্যবস্থা আরো উন্নত করার ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। পৌরবাসীর ট্যাক্স আদায় আধুনিকীকরণ করা হয়েছে। পৌরবাসীর সেবার মান উন্নয়নে আমরা অন্তরিকভাবে কাজ করছি।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এমদাদ উল্লাহ প্রমুখ।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম, পৌরসভার হিসাব রক্ষক ইমাম হোসেন, কর আদায়কারী শীতল চন্দ্র ভৌমিক, বাজারের ব্যবসায়ী , সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়