শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৪

’স্বপ্নজয়ী’র এক বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক
’স্বপ্নজয়ী’র এক বছর পূর্তি উদযাপন

অনলাইন নারী উদ্যেক্তাদের কর্মসংস্থান প্লাটফর্ম স্বপ্নজয়ীর এক বছর পূর্তি উদযাপিত হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর মিরপুর সাত সতের রেস্তোরাঁয় উদ্যোক্তাদের ব্যাপক উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনটির বছর পূর্তি অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন জেপি এলের নির্বাহী পরিচালক নীলুফার হোসেন, অফ মার্কেন্টাইলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেরিন আহমেদ, ফাউন্ডার অব ক্যাশবাবা অনলাইন শপের মোঃ শাহীন উদ্দিন।

পূতি অনুষ্ঠানের ভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম উদ্যেক্তা শারমিন কুইন। অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী নারী উদ্যেক্তা পান্না দেবনাথসহ নৃত্যশিল্পীগন।

বেকারত্ব দুরীকরনের লক্ষ্যে গত বছর শারমিন কুইন, পলি চক্রবর্তী, হীরক বিশ্বাস, মৌসুমী সুমী, পান্না দেবনাথ, রিনি দিদার, সানজিদা তাবাসুম, মুনমুন চ্যাটার্জী, সাহানা হীরাসহ কয়েকজন নারী উদ্যেক্তা মিলে ’স্বপ্নজয়ী’ নামে সংগঠনটির আত্বপ্রকাশ করেন।

আত্মপ্রকাশের পর থেকে স্বপ্নজয়ীর নারী উদ্যেক্তাগণ বিভিন্নভাবে বেকারত্ব দুরীকরণে কর্মসংস্থান সৃস্টি করা, দুঃস্থ ও অসহায় মানুষদের সহায়তা প্রদান করা, যুব সমাজকে মাদকতাসহ অসামাজিক কার্যক্রম থেকে ফিরিয়ে আনা, কর্মহীন, কর্মবিমুখ মানুষকে কর্মমুখী হতে উৎসাহিত করাসহ বিভিন্নভাবে নিজেদেরকে সামাজিক কাজে সম্পৃক্ত রেখে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এ সংগঠন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়