মঙ্গলবার, ০৬ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌরসভার ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার বাজেট ঘোষণা

চাঁদপুর পৌরসভার ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার বাজেট ঘোষণা
বিমল চৌধুরী ॥

জনাকীর্ণ পরিবেশে সাংবাদিক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চাঁদপুর পৌরসভার বাজেট পেশ করেছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল। ১৪ জুলাই শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের উপস্থিতিতে আয়-ব্যয় ঠিক রেখে ২০২৩- ২০২৪ অর্থ বছরের ১১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২১৯ টাকার বাজেট পেশ করা হয়। পেশকৃত বাজেটের মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৪২ কোটি ৭০ লাখ ১ হাজার ৭৪৮ টাকা। এর মধ্যে মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা, অফিস কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতাদি, পৌরসভা কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতাদিসহ বিভিন্ন খাতে খরচ বাবদ ধরা হয়েছে ৪৪ কোটি ২৬ লাখ ৪২ হাজার ৬৮৬ টাকা, যা আয়ের চেয়ে প্রায় ২ কোটি টাকার চেয়ে কিছুটা বেশি। বাজেটে ঘোষিত অন্যান্য বাকি অর্থের জোগান ধরা হয়েছে পৌরসভার নিজস্ব আয় থেকে। (বাজেটের বিস্তারিত বিবরণ দেখুন দ্বিতীয় পৃষ্ঠায়)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়