মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫

রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

রামগঞ্জে ফসলি জমির টপসয়েল কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার দায়ে মো. শরিফ হোসেন (৫০) নামের এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২২ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক ভোলাকোট ইউনিয়নের নাগ রাজারামপুর কৃষিমাঠে ফসলি জমির মাটি কাটা অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক জানান, ফসলি জমির টপসয়েল কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ -এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়