প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬
দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের বিজয় দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

খেলাফত মজলিস সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কার্যালয়ে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দালের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ মাতৃকার টানে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের স্বপ্ন ছিলো সুখী সমৃদ্ধশালী বাংলাদেশের। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও ফ্যাসিস্ট ক্ষমতা লোভী লুটেরাদের কারণে এদেশের মানুষের সেই স্বপ্ন পূরণ হয়নি। সভায়, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন শাখা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আব্দাল।








