বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০১:০৬

শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

আব্দুল মান্নান সিদ্দিকী
শ্রীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগরে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তী সময়ে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিনা তোরণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাইজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মো. মোফাজ্জল হোসেন, সাংবাদিক জাকির লস্করতারিকুল ইলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, আড়তদার ও মৎস্য চাষীবৃন্দ।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে বক্তারা দেশীয় মাছের সংরক্ষণ, অভয়াশ্রম বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়