বুধবার, ০২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ২২:৫৪

রোটারী ইন্টারন্যাশনালের বর্ষবরণে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি

তাপস চন্দ্র সরকার
রোটারী ইন্টারন্যাশনালের বর্ষবরণে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি

পয়লা জুলাই রোটারী ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষে ডিস্ট্রিক্ট-৬৫ বাংলাদেশ-এর রিপসা টিম জোন-২, কুমিল্লা-এর আয়োজনে মঙ্গলবার (১ জুলাই ২০২৫) সকালে কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট-৬৫ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন রিপসা টিমের অন্য নেতৃবৃন্দ ও কুমিল্লার চব্বিশটি রোটারী ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও রোটারিয়ানরা। অনুষ্ঠান চেয়ারম্যান ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা সাইনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জোনায়েদ আলম। অনুষ্ঠানের শুরুতে রোটারী ক্লাব অব রেনেসাঁস কুমিল্লার উদ্যোগে একজন শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার এবং রোটারী ক্লাব অব গোমতীর উদ্যোগে রিকশা চালকদের মাঝে রেইন কোট বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়