শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৯ জুন ২০২১, ২০:৪৫

মতলব উত্তরে ফসলি জমিতে ড্রেজার পাইপ স্থাপন করায় কৃষকদের প্রতিবাদ

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে ফসলি জমিতে ড্রেজার পাইপ স্থাপন করায় কৃষকদের প্রতিবাদ

মতলব উত্তর উপজেলায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার পাইপ স্থাপন করায় প্রতিবাদ করেছে সানকিভাঙ্গা এলাকার কৃষকরা। আজ উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের কাছে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণের জন্য আবেদন করেছেন অর্ধশতাধিক কৃষক।

জহিরাবাদ ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের সানকিভাঙ্গা গ্রামের উত্তর সানকিভাঙ্গা বিলের ধান ও পাট ক্ষেতের ফসল নষ্ট করে অবৈধভাবে ড্রেজার ও পাইপ স্থাপন করে খোরশেদ আলম, স্বপন মল্লিক, শেখ ফরিদ মল্লিক ও মহসিন খান’সহ অন্যান্যরা। আজ ২৯ জুন মঙ্গলবার সকালে সানকিভাঙ্গা গ্রামের কৃষক-কৃষাণীরা জমিতে নেমে প্রতিবাদ জানান।

কৃষক আবু ছালেক, দিলু, আবদুস ছাত্তার, ময়নুল হক, সেলিম প্রধান জানান, একটি প্রভাবশালী মহল আমাদের বোরো ধান ও পাট ক্ষেতের উপর দিয়ে ড্রেজার পাইপ স্থাপন করায় ধান ও পাট নষ্ট হচ্ছে। ক্ষেতের উপর বালু পরে ফসলের ব্যাপক ক্ষতি আশংকা করছি।

এ ব্যাপারে স্বপন মল্লিকের সাথে কথা বললে তিনি বলেন, বাল্কহেড থেকে পাইপ যোগে বিভিন্ন স্থান ভরাট করার জন্য বালু নেয়ার জন্য এ পাইপ দেয়া হয়। প্রশাসনিকভাবে মানা করলে বন্ধ করে দেয়া হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বিষয়টি আমি অবহিত হয়ে পাইপ ফিটিং না করার জন্য নির্দেশ দিয়েছি এবং যে ক'টি পাইপ লাগিয়েছে তা' খুলে নেয়ার জন্য বলেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়