বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৮:৩৮

অ্যাড. মিজানুর রহমানের মৃত্যুবাষিকীতে মিলাদ ও দোয়া

আদালত প্রতিবেদক।।
অ্যাড. মিজানুর রহমানের মৃত্যুবাষিকীতে মিলাদ ও দোয়া
অ্যাড. মিজানুর রহমানের মৃত্যুবাষিকীর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত আইনজীবী ও মুসল্লিরা।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও স্ট্র্যান্ড রোড নিবাসী অ্যাড. মিজানুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বাদ আসর চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।

মিলাদে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব, মরহুমের ছেলে জাবির হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাড. আমিন আহমেদ, অ্যাড. সফিউল ইসলাম, অ্যাড. মোক্তার আহমেদ অভি, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম সহ আইনজীবী ও মুসল্লিরা।

উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান এই দিনে জেলা আইনজীবী সমিতি নির্বাচনে মতলব দক্ষিণে রাতের বেলা ভোট চাইতে গিয়ে মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়