সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯

হাজীগঞ্জে ভোক্তা অধিকারের একাধিক প্রতিষ্ঠানে জরিমানা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে ভোক্তা অধিকারের একাধিক প্রতিষ্ঠানে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এবং যৌথ বাহিনী হাজীগঞ্জ বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) এ অভিযানে হাজীগঞ্জের ফার্মেসি, হাসপাতাল ও রেস্টুরেন্টসহ ৭ প্রতিষ্ঠানে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উপজেলা স্যানিটারি কার্যালয় সূত্র জানায়, পচা-বাসি খাবার সংরক্ষণ, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে মিষ্টি তৈরির দায়ে হাজী সুইটসকে ৫০ হাজার টাকা, একই অপরাধে নবাবী

হোটেলকে ১৫ হাজার টাকা, রিজিক হোটেলকে ৫ হাজার টাকা,

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণের অপরাধে মিডওয়ে ফার্মেসীকে ১০ হাজার টাকা, ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অপরাধে হাজীগঞ্জ জেনারেল হাসপাতালকে ৮ হাজার টাকা এবং মিথ্যা চিকিৎসক পদবী ব্যবহার করার অপরাধে দেশ ফার্মেসীকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ সস ব্যবহার করার অপরাধে খাওয়া দাওয়া হোটেলকে ৩০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন এবং যৌথ বাহিনীর টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়